ফাটা
ফাটা [ phāṭā ] ক্রি.
1 বিদীর্ণ হওয়া (বুক ফেটে যায়, ‘দেখিয়া পরাণ ফাটে’: চণ্ডী);
2 চিরে যাওয়া, চিড় খাওয়া (তক্তা ফাটা, ছাদ ফেটে জল পড়ে);
3 ফাটানো (দেওয়ালটা ফাটাচ্ছে কেন? চেঁচিয়ে আকাশ ফাটায়)।
☐ বিণ. বিদীর্ণ।
☐ বি.
1 বিদারণ;
2 বিদীর্ণ স্হান, ফাটল।
[সং. √ স্ফট্ > বাং. √ ফাট্ + আ]।
ফাটা কপাল বি. দুর্ভাগ্য।
ফাটানো ক্রি. বি. বিদীর্ণ করা, ফাড়া।
☐ বিণ. বিদীর্ণ।
ফাটাফাটি বি. পরস্পর মারামারি; প্রবল দ্বন্দ্ব (মাথা-ফাটাফাটি)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...