ফসল

ফসল [ phasala ] বি.
1 উত্পন্ন শস্য, একবারে উত্পন্ন শস্য (খেতের ফসল);
2 (আল.) উত্পন্ন সুফল (সারা জীবনের প্রচেষ্টার ফসল)।

[আ. ফস্ল]।

ফসলি বিণ.
1 ফসলসম্বন্ধীয়;
2 শস্য কাটার কাল থেকে হিসাব করা হয় এমন;
3 ফলনবিশিষ্ট।

☐ বি. আকবরপ্রবর্তিত অব্দবিশেষ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...