থোড়া

থুড়া, থোড়া [ thuḍā, thōḍā ] ক্রি.
১. কুঁচি কুঁচি করে কাটা;
২. প্রহারে জর্জরিত করা;
৩. (আল.) তিরস্কারে অস্হির করা (ওকে একদিন আচ্ছা করে থুড়ে দেব)।

☐ বি. উক্ত সব অর্থে।

[তু. হি. থুর্না]।

থোড়া [ thōḍ়ā ] বিণ. সামান্য, অল্প (‘মোদের পাড়ার থোড়া দূর দিয়ে যাইয়ে’: রবীন্দ্র)। [হি. থোড়া]।

থোড়াই ক্রি-বিণ. বিণ. একটুও না, মোটেই না (তাকে আমি থোড়াই কেয়ার করি)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post