ত্রিভুজ

ত্রিভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র।

বিষমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান।

সমকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের একটি কোণ সমকোণ।

সমদ্বিবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের দুটি বাহু সমান।

সমবাহু ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান।

সূক্ষ্মকোণী ত্রিভুজ – যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...