ত্রি
ত্রি [ tri ] বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক।
[সং. √ তৃ + ই]।
ত্রিকাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল।
ত্রিকালজ্ঞ, ত্রিকালদর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ।
ত্রিকুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল।
ত্রিকোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা।
☐ বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র।
ত্রিকোণমিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র,trigonometry.
ত্রিগঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ।
ত্রিগণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়।
ত্রিগুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা ‘গুণ’।
☐ বিণ.
1 উক্ত তিন গুণবিশিষ্ট;
2 তিন দ্বারা গুণিত।
ত্রিগুণা বি. দুর্গা।
☐ বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে।
ত্রিগুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত।
☐ বি. পূর্ণব্রহ্ম।
ত্রিগুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত।
ত্রিগুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)।
ত্রিঘাত বিণ.
1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5);
2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক।
ত্রিচত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা।
ত্রিচত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ত্রিচত্বারিংশত্তমী।
ত্রিজগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্।
ত্রিতন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার।
ত্রিতল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)।
ত্রিতাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা।
ত্রিত্ব বি.
1 তিনের ভাব বা সমাহার;
2 ত্রিমূর্তি;
3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব,trinity.
ত্রিদশ বি.
1 ত্রিশ সংখ্যা;
2 দেবতা।
ত্রিদশবধূ, ত্রিদশবনিতা বি. অপ্সরা।
ত্রিদশমঞ্জরি বি. তুলসী।
ত্রিদশাধিপতি বি. দেবরাজ ইন্দ্র।
ত্রিদশালয় বি. স্বর্গ।
ত্রিদিব বি. 12 আকাশ।
ত্রিদোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ।
ত্রিধা ক্রি-বিণ.
1 তিনভাবে, তিনপ্রকারে;
2 তিন দিকে।
ত্রিধারা বি.
1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী;
2 তিনটি ধারা বা প্রভাব।
ত্রিনবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক।
ত্রিনবতি.তম বিণ. 93 সংখ্যক।
স্ত্রী. ত্রিনবতিতমী।
ত্রিনয়ন, ত্রিনেত্র, ত্রিলোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব।
ত্রিনয়না, ত্রিনয়নী বি. (স্ত্রী.) দুর্গা।
ত্রিনাথ বি.
1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর;
2 শিব;
3ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা;
4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা।
ত্রিপঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক।
ত্রিপঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক।
স্ত্রী. ত্রিপঞ্চাশত্তমী।
ত্রিপত্র বি. বেলপাতা।
☐ বিণ. তিনটি পাতাযুক্ত।
ত্রিপথগা, ত্রিপথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ।
ত্রিপর্ণ বি. পলাশ গাছ।
☐ বিণ. তিনটি পাতাযুক্ত।
ত্রিপাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার।
☐ বিণ.
1 তিনটি পাযুক্ত;
2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি);
3 চার ভাগের তিন ভাগ।
ত্রিপাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ।
ত্রিপিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ।
ত্রিপুণ্ড্র, ত্রিপুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক।
ত্রিফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল।
ত্রিবর্গ বি.
1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি;
2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি।
ত্রিবর্ণ, ত্রিবর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি।
ত্রিবলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ (‘ত্রিবলি তব ভুরুতে’:সু.দ.)।
ত্রিবার্ষিক — ত্রৈবার্ষিক -এর অনুরূপ।
ত্রিবিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি ‘বিক্রম’ বা পদক্ষেপ বলে।
ত্রিবিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী।
ত্রিবিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)।
ত্রিবৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন।
ত্রিবেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল।
ত্রিবেদী (-দিন্) বি.
1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী;
2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি।
ত্রিভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত।
☐ বি. শ্রীকৃষ্ণ।
ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ।
ত্রিভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ।
ত্রিভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র।
ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান।
ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ।
ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান।
সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান।
ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
ত্রিভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল।
ত্রিমাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত।
ত্রিমূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে।
ত্রিযামা বি.
1 রাত্রি;
2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়।
ত্রিরত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু।
ত্রিরাত্র বি.
1 তিন রাত্রি;
2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি;
3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব।
ত্রিলোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল।
ত্রিলোচন বি. শিব।
ত্রিশঙ্কু বি.
1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন;
2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)।
ত্রিশূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র।
ত্রিশূলী (-লিন্), ত্রিশূলধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন।
☐ বি. শিব।
স্ত্রী. ত্রিশূলধারিণী।
ত্রিসংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)।
ত্রিষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক।
ত্রিষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক।
স্ত্রী. ত্রিষষ্ঠিতমী।
ত্রিসন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা।
ত্রিসপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক।
ত্রিসপ্ততিতম বিণ. 73 সংখ্যক।
স্ত্রী. ত্রিসপ্ততিতমী।
ত্রিসীমা, ত্রিসীমানা বি.
1 তিন প্রান্ত;
2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)।
ত্রিস্রোতা, (বর্জি.) ত্রিস্রোতঃ (-তস্) বি.
1 ত্রিধারা, গঙ্গা;
2 তিস্তা নদী।