তেল

তেল [ tēla ] বি.
১. তৈল; তিল সরিষা নারকেল প্রভৃতির নির্যাস;
২. (ব্যঙ্গে) তেজ বা অহংকার (তার খুব তেল বেড়েছে)।

[সং. তৈল]।

তেল দেওয়া ক্রি. বি.
১. যন্ত্রাদিতে তেল বা তৈলাক্ত পদার্থ লাগানো;
২. (আল.) হীনভাবে তোষামোদ করা।

তেল মাখানো বি. ক্রি.
১. (অন্যের শরীরে) তেল লাগানো;
২. (আল.) হীনভাবে তোষামোদ করা।

তেলে-বেগুনে জ্বলে ওঠা বি. ক্রি. অত্যন্ত রেগে যাওয়া।

তেলকাজলা বিণ. তেলতেলা ও কালো (তেলকাজলা মেয়ে, তেলকাজলা গা)।

তেলকাপড় বি. যে-কাপ়ড় পরে স্নানের আগে গায়ে তেল মাখা হয়।

তেলকুচকুচে, তেলচুকচুকে বিণ. যেন বেশি করে তেল মাখা বা মাখানো হয়েছে এমন চকচকে।

তেলচিটে বিণ. তৈলাক্ত ও মলিন।

তেলতেলা, তেলতেলে বিণ. তৈলাক্তবত্; মসৃণ বা পিছল।

তেলপড়া বি. (রোগ দূরীকরণের জন্য) মন্ত্রপূত তেল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...