তুষার
তুষার [ tuṣāra ] বি. বরফ, হিমানী, নীহার (তুষারপাত)।
☐ বিণ. শীতল, ঠাণ্ডা (তুষারকর)।
[সং. √ তুষ্ + আর]।
তুষারগিরি, তুষারাদ্রি বি. হিমালয় পর্বত।
তুষারধবল বিণ. বরফের মতো সাদা।
তুষারমৌলি বিণ. চূড়ায় বা শীর্ষে বরফ রয়েছে এমন, যার চূড়া বরফে ঢাকা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...