তাল
তাল1 [ tāla1 ] বি. বড় দলা বা পিণ্ড, স্তূপ (এক তাল কাদা, তাল তাল সোনা)।
[সং. √ তল্ + অ]।
তাল করা ক্রি. বি. জড়ো বা স্তূপ করা।
তালগোল পাকানো ক্রি. বি.
1 পিণ্ডাকারে পরিণত করা;
2 বিপর্যস্ত বা বিশৃঙ্খল করা বা হওয়া।
তাল পাকানো ক্রি. তালগোল পাকানো র অনুরূপ।
তাল তাল বিণ. প্রচুর, রাশি রাশি।
তাল2 [ tāla2 ] বি.
1 (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রা (তালে তালে নৃত্য);
2 করতলে করতলে আঘাত (তাল দেওয়া);
3 সদম্ভে নিজে বাহু বা ঊরুতে চাপড় (তাল ঠোকা)।
[সং. √ তল্ + অ]।
তাল কাটা ক্রি. বি. (সংগীতে) তাল ভঙ্গ হওয়া, সময়ের মাত্রার সামঞ্জস্যহানি হওয়া।
তাল ঠুকে লাগা ক্রি. বি. স্পর্ধা বা সাহসের সঙ্গে কাজ আরম্ভ করা।
তাল ঠোকা ক্রি. বি. বাহুতে বা ঊরুতে চাপড় মেরে আস্ফালন করা বা অপরকে দ্বন্দ্বে আহ্বান করা।
তাল রাখা ক্রি.
1 অন্যের বেগ বা গতির সঙ্গে নিজের বেগ বা গতির সমতা রক্ষা করা;
2 অন্যের কাজের সঙ্গে নিজের কাজের সংগতি রাখা।
ঢিমা তাল বি.
1 সংগীতের বিলম্বিত বা ধীরগতির তাল;
2 (আল.) দীর্ঘসূত্রতা।
তালকানা বিণ. 1(সংগীতে) তালজ্ঞানহীন; 2 (আল.) ভালো-মন্দ কাণ্ডজ্ঞানহীন।
তালভঙ্গ বি. (সংগীতে) সময়ের বিভাগ বা মাত্রার সামঞ্জস্যহানি।
তাল3 [ tāla3 ] বি. দীর্ঘ ঋজু শাখাহীন গাছবিশেষ বা তার ফল।
[সং. √ তড়্ + অ]।
তাল পড়া (ব্যঙ্গে) ক্রি. বি. (পিঠে) সশব্দে কিল পড়া।
তালপাতার সেপাই (আল.) অত্যন্ত কৃশ বা দুর্বল ব্যক্তি।
তালক্ষীর বি. তালের গোলা দুধের সঙ্গে জ্বাল দিয়ে প্রস্তুত ক্ষীর।
তালচোঁচ বি. বাবুই পাখির সদৃশ তালচটক পাখি, swallow-shrike.
তালনবমী বি. ভাদ্র মাসের শুক্লানবমী।
তালপুকুর বি. যে পুকুরের চারদিকে তালগাছ আছে।
তালবৃন্ত বি. তালগাছের ডাঁটাসহ পাতা, যা দিয়ে সাধারণত হাতপাখা তৈরি হয়।
তালশাঁস বি. কচি তালের আঁটির শাঁস।
তাল4 [ tāla4 ] বি. পিশাচযোনিবিশেষ।
[সং. √ তল্ + অ]।
তাল-বেতাল বি. তাল ও বেতাল নামে দুই পিশাচ, (পুরাণমতে) রাজা বিক্রমাদিত্য যাদের নিজের অনুচরে পরিণত করেছিলেন।
তাল5 [ tāla5 ] বি.
1 টাল, ধাক্কা, ধকল (তাল সামলানো);
2 বায়না, ঝোঁক (ছেলেটা ব়ড্ড তাল করে, তাল তুলেছে)।
[তু. টাল]।
তাল6 [ tāla6 ] বি. এক বিঘতপরিমাণ মাপ, দৈর্ঘ্যের এককবিশেষ (সপ্ততাল জলের নীচে)।
[সং. √ তল্ + অ]।