তামাকু

তামাক, তামাকু [ tāmāka, tāmāku ] বি.
1 গাছবিশেষ এবং (মাদক হিসাবে ব্যবহৃত) তার পাতা;
2 গুড় ও অন্যান্য মশলা মিশানো তামাকপাতা যার ধোঁয়া পান করে নেশা করা হয়।

[স্পে. tabaco > ও তাম্বুকু]।

তামাক খাওয়া, তামাক টানা ক্রি. বি. হুঁকা, গড়গড়া প্রভৃতিতে মশলা-মিশানো তামাকপাতার চূর্ণ পুড়িয়ে ধূমপান করা।

তামাক সাজা ক্রি. বি. ধূমপানের জন্য হুঁকা, গড়গড়া প্রভৃতির কলকেতে মশলা-মিশানো তামাকচূর্ণ দিয়ে আগুন ধরিয়ে ধূমপানের ব্যবস্হা করা।

বড় তামাক (কৌতু.) বি. গাঁজা।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...