তামস
তামস [ tāmasa ] বিণ.
1 ঘোর অন্ধকারময়;
2 তামসিক, তমোগুণের প্রভাবে অনুষ্ঠিত বা কৃত (তামস দান, তামস যজ্ঞ)।
[সং. তমস্ + অ]।
তামসী বিণ. তামস -এর স্ত্রীলিঙ্গ।
☐ বি. (স্ত্রী.) অন্ধকার রজনী।
তামসযজ্ঞ বি. শ্রদ্ধাহীন ও অহংকারপূর্ণ মনে যে-যজ্ঞ করা হয়।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...