তাওয়া

তাওয়া1 [ tāōẏā1 ] বি.
1 রুটি প্রভৃতি আগুনে সেঁকার জন্য ধাতুপাত্রবিশেষ, চাটু;
2 তুষের আগুন জ্বেলে রাখার জন্য মাটির পাত্রবিশেষ;
3 ধূমপানের কলকের তামাকের উপর বসাবার চাকতিবিশেষ।

[ফা. তাব]।

তাওয়া2 [ tāōẏā2 ] ক্রি. সেঁকা; তপ্ত বা গরম করা (রুটি তাওয়া হচ্ছে)।

[ফা. তাওয়া]।

তাওয়ানো ক্রি.
1 তাতানো, তপ্ত করা, গরম করা;
2 হাপরে পুড়িয়ে লাল করা;
3 (আল.) চটানো, উত্তেজিত করা (তোমরাই তো ওকে অকারণে তাওয়ালে)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post