তনু

তনু, তনূ [ tanu, tanū ] বি. 1 দেহ; 2 মূর্তি।

☐ বিণ. 1 সুন্দর ও কৃশ; 2 কমনীয় (তনুদেহ, ‘যেন তনুকায়া অষ্টাদশী’: বিষ্ণু)।

[সং. √ তন্ + উ, ঊ]।

তনুচ্ছেদ, তনুত্র, তনুত্রাণ বি. বর্ম, সাঁজোয়া, দেহকে রক্ষা করার আবরণ।

তনুজ বি. তনয়, পুত্র।

তনুজা বি. (স্ত্রী.) কন্যা, তনয়া।

তনুতা বি. কৃশতা, সূক্ষ্মতা।

তনুত্যাগ বি. দেহত্যাগ, মৃত্যু।

তনুমধ্যা বিণ. বি. (স্ত্রী.) ক্ষীণ কটিবিশিষ্টা বা ক্ষীণ কটিবিশিষ্টা নারী।

☐ বি. সংস্কৃত ছন্দোবিশেষ।

তনুরুচি বি. দেহের কান্তি বা সৌন্দর্য।

তনুরুহ বি. (দেহ থেকে উত্পন্ন হয় এই অর্থে) 1 লোম; 2 পাখির পালক; 3 পুত্র বা কন্যা।

তনুশ্রী বি. দেহের কান্তি।

তনূদ্ভব বি. পুত্র।

তনূদ্ভবা বি. (স্ত্রী.) কন্যা।

তনূনপাত্ বি. অগ্নি।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post