তথা

তথা [ tathā ] অব্য.
১. সেই স্হান, সেখান (তথা হইতে, তথাকার);
২. সেখানে, সেই স্হানে (যথা ইচ্ছা তথা যা);
৩. সেই রকম, তেমন (যথা আয় তথা ব্যয়);
৪. উদাহরণস্বরূপ (তথা, রামায়ণ ও মহাভারতে);
৫. অপিচ, আরও, এমন-কী (সমগ্র বঙ্গদেশ তথা ভারতবর্ষ)।

[সং. তদ্ + থা]।

তথাকথিত বিণ. উক্ত নামে পরিচিত, কিন্তু ওই নামের যোগ্যতা বা যথার্থতা বিষয়ে সন্দেহ আছে (সেখানে এসেছিলেন ওই তথাকথিত সাধুরাও)।

তথাকার বিণ. সেখানকার।

তথাগত বি. যিনি তথা অর্থাত্ সেইরূপ নির্বাণগত অর্থাত্ নির্বাণপ্রাপ্ত হয়েছেন, যাতে পুনর্জন্ম না হয় এরূপ নির্বাণপ্রাপ্ত ব্যক্তি, বুদ্ধদেব।

☐ বিণ. সেই প্রকারে আগত বা গত।

তথাগতি বি. নির্বাণ (‘আসে তথাগতি তোমার প্রগাঢ় আলিঙ্গনে’: সু. দ.)।

তথাচ, তথাপি অব্য. তবুও; তা সত্ত্বেও।

তথাবিধ বিণ. সেইরকম, তাদৃশ।

তথাভূত বিণ. ১. সেই অবস্হাপ্রাপ্ত, তদবস্হ; ২. সেইভাবে উত্পন্ন বা জাত।

তথায় অব্য. বি. সেখানে, সেই স্হানে (‘সত্বর তথায় গমন কর’)।

তথাস্তু অব্য. তাই হোক।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...