তত্
তত্ [ tat ] (তদ্) সর্ব. ১. সে; তিনি; ২. সেই, তা (তদবধি, তত্কালে)।
[সং. √ তন্ + অদ্]।
তত্কাল বি. সেইসময়, সেই কাল, সেই যুগ (তত্কালে এমন হইত না)।
তত্কালীন বিণ. সেই সময়কার, তদানীন্তন (তত্কালীন অবস্হা)।
তত্ক্ষণাত্ ক্রি-বিণ. সেই মুহূর্তে, অবিলম্বে।
তত্পর ক্রি-বিণ. তারপর, তদনন্তর।
☐ বিণ. ১. পটু, দক্ষ (কর্মতত্পর); ২. যত্নবান; ৩. উদ্যমী; সচেষ্ট; ৪. সতর্ক।
তত্পরতা বি. পটুতা; প্রযত্ন; সচেষ্টতা, উদ্যম, সতর্কতা।
তত্পরায়ণ বিণ. তাতে মনোযোগী বা অত্যন্ত আসক্ত।
বি. তত্পরায়ণতা।
তত্পুরুষ বি.
১. পরমপুরুষ ভগবান;
২. (ব্যাক.) সমাসবিশেষ-এই সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং প্রায়শ পরপদের প্রাধান্য হয়। যেমন, গৃহ থেকে আগত = গৃহাগত, গাছে পাকা = গাছপাকা।
তত্সংক্রান্ত বিণ. সেই সম্পর্কিত, সেই বিষয় সম্পর্কিত।
তত্সদৃশ বিণ. সেইরকম, তদ্রূপ, তার তুল্য।
তত্সম বি. বিণ. তার সদৃশ, তার মতো; (ব্যাক.) সংস্কৃত থেকে গৃহীত এবং বাংলা ভাষায় অবিকৃতরূপে প্রচলিত (তত্সম শব্দ-যেমন বিদ্যা, আলোক, চন্দ্র)।
তত্স্হলাভিষিক্ত বিণ. তার স্হানে বা পদে নিযুক্ত বা অধিষ্ঠিত; তার প্রতিনিধিস্বরূপ।
তত্স্বরূপ বিণ. তত্সদৃশ -র অনুরূপ।