তক্ষণ
তক্ষণ [ takṣaṇa ] বি. ১. অস্ত্রের সাহায্যে কাঠ ইত্যাদি চাঁচা বা কোঁদা; ছুতোরের কাজ (তক্ষণে নিযুক্ত); ২. রেঁদা, বাইস।
[সং. √ তক্ষ্ + অন]।
তক্ষণাস্ত্র বি. ছুতোরের অস্ত্র, যে অস্ত্রে তক্ষণ করা হয়।
তক্ষণী বি. তক্ষণাস্ত্র -র অনুরূপ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...