ঠেসা
ঠেসা [ ṭhēsā ] ক্রি. ১. ঠেস দেওয়া; ২. ঘেঁষা; ৩. ঠাসা, মর্দন করা।
[হি. ঠেসনা]।
ঠেসাঠেসি বি. ঠাসাঠাসি; গাদাগাদি।
ঠেসান বি. হেলান (দেওয়ালে ঠেসান দেওয়া)।
ঠেসানো ক্রি. বি. ১. হেলানো; ২. ভেজানো (দরজা ঠেসানো); ৩. বক্রোক্তি করা।
☐ বিণ. উক্ত সব অর্থে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...