ঠিকরানো
ঠিকরানো [ ṭhikarānō ] ক্রি. বি. ১. ছড়িয়ে পড়া (আলো ঠিকরে পড়ছে, মুক্তোগুলো চার দিকে ঠিকরে পড়ল); ২. বিচ্ছুরিত হওয়া, বিকীর্ণ হওয়া (আলো ঠিকরানো); ৩. তীব্র আলোক সহ্য করতে না পারা (আলোয় চোখ ঠিকরে আসছে); ৪. বেরিয়ে আসা (চোখ যেন ঠিকরে আসছে)।
☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
[হি. ঠক্কর? ঠীকরা?]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...