ঠাট
ঠাট১ [ ṭhāṭa ] বি.
১. সৈন্যশ্রেণি (‘ডাকে ঠাট, কাট কাট’: ভা. চ.);
২. দল (‘আতর কামিনী ঠাট’: বিদ্যা.);
৩. সংগীতের রাগ-রাগিণীর শ্রেণি।
[হি. ঠাট, ঠাঠ]।
ঠাট২ [ ṭhāṭa ] বি.
১. বাইরের চালচলন, মানসম্ভ্রম (ঠাট বজায় রাখা);
২. কাঠামো (প্রতিমার ঠাট);
৩. ভাবভঙ্গি, ছলাকলা, ঠমক (কত ঠাট জানে);
৪. ঢং, ধরন (নতুন ঠাট)।
[ঠাট১. দ্র]।
ঠাটঠমক বি. চালচলন; মানসম্ভ্রমযুক্ত চালচলন।
ঠাটবাট বি. জাঁকজমক; পশার-প্রতিপত্তি; লোকলৌকিকতা; শোভনতা।
ঠাটারি বি. কাঁসারি (ঠাটারি-বাজার)।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...