জড়া
জড়া১ [ jaḍā ] ক্রি. জড়ানো।
☐ বিণ. জড়িয়ে আছে বা জড়িয়ে ধরেছে এমন।
[সং. √ জট্ + বাং. আ-তু. হি. √ জ়ড়]।
জড়া২ [ jaḍā ] বিণ.
১. একত্র, একত্রীকৃত;
২. সংগৃহীত (লোক জড়ো করা);
৩. জমায়েত (তিনটের সময় রাস্তার মোড়ে সকলে জড়ো হন)।
[সং. √ জট্ (=একত্র হওয়া, পরস্পরলগ্ন হওয়া)]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...