খোশ

খোশ [ khōśa ] বিণ. আনন্দজনক, প্রীতিকর (খোশখবর)।

[ফা. খুশ্]।

খোশকবালা  বি. পাকাপাকিভাবে স্বত্ব হস্তান্তরের দলিল।

খোশখবর বি. সুসংবাদ।

খোশখেয়াল বি. খামখেয়াল,  মরজি।

খোশখোরাক বি. শৌখিন আহার।

খোশখোরাকি বিণ. শৌখিন আহারে অভ্যস্ত; ভোজনবিলাসী। 

খোশগল্প বি. আমোদজনক হালকা গল্পগুজব বা আলাপ (সারাটা দিন খোশগল্প করেই কেটে গেল)। 

খোশনবিশ বি. অতি সুন্দর হস্তাক্ষরবিশিষ্ট ব্যক্তি; সুলেখক।

খোশনাম বি. সুনাম, সুখ্যাতি।

খোশপোশাক বি. শৌখিন পোশাক।

খোশপোশাকি বিণ. পোশাকবিলাসী।

খোশবু, খুশবু, খোশবাই, খোশবয়  বি. সুগন্ধ

খোশমেজাজ বি. প্রফুল্লতা; প্রফুল্ল মন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...