খেপা

খেপা [ khēpā ] ক্রি. নিক্ষেপ করা, ক্ষেপণ করা।

☐ বিণ. বি উক্ত অর্থে। 

[সং. √ক্ষিপ্ + বাং. আ]।

খেপা, খ্যাপা [ khēpā, khyāpā ] ক্রি.
১. ক্ষিপ্ত হওয়া, পাগল হওয়া; 
২. ক্রুদ্ধ হওয়া; ক্রোধে মত্ত হওয়া (ষাঁড়টা হঠাত্ খেপেছে);
৩. উদ্দাম হওয়া (সমুদ্র  খেপেছে)।

[সং. √ক্ষিপ্]।

☐ বিণ.
১. খেপেছে এমন (খ্যাপা লোক, খ্যাপা ষাঁড়);
২.  উদ্দাম হয়েছে এমন (খ্যাপা হাওয়া);
৩. ভাবোন্মত্ত (খ্যাপা বাউল)।

☐ বি.
১. খ্যাপা  লোক; ভাবোন্মত্ত ব্যক্তি (বামা খ্যাপা) ;
২. আদরের বা স্নেহের সম্বোধনবিশেষ (দূর খ্যাপা,  খেপা কোথাকার)।

স্ত্রী. খেপি

খেপানো ক্রি. পাগল করে তোলা; জ্বালাতন করা।

☐ বি. বিণ.  উক্ত সব অর্থে।

খেপামি বি. পাগলামি (এমন খ্যাপামি করছ কেন?)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...