খুঁজা
খুঁজা, খোঁজা [ khunjā, khōnjā ] ক্রি. খোঁজ করা, সন্ধান করা (অনেকক্ষণ ধরে তোমাকে খুঁজছি)।
☐ বি. সন্ধান, অন্বেষণ, খোঁজ (জিনিসটার জন্যে খোঁজা এখনও চলছে)।
[বাং. √খুঁজ্]।
খুঁজাখুঁজি, খোঁজাখুঁজি বি. ক্রমাগত বা বারংবার খোঁজ বা সন্ধান (খোঁজাখুঁজিই সার হল, জিনিসটা পেলাম না)।
খুঁজিনো, খোঁজানো ক্রি. (পরের দ্বারা) সন্ধান করানো বা অন্বেষণ করানো।
☐ বি. (অন্যের দ্বারা) সন্ধান।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...