খাত
খাত [ khāta ] বি. (উচ্চা. খাত্)
১. খনিত স্হান, গর্ত, খানা;
২. পুকুর;
৩. খাঁড়ি;
৪. খনি;
৫. গড়খাই, পরিখা, প্রণালী;
৬. যাওয়া-আসার পথ (নানা খাতে খরচ)।
☐ বিণ. (উচ্চা. খাতো) খনন করা হয়েছে এমন, খনিত (স্বখাত সলিল)।
[সং. √খন্ + ত]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...