খাটা

খাটা [ khāṭā ] ক্রি.
১. পরিশ্রম করা (পরীক্ষার জন্য খুব খাটছে);
২. কাজ করা  (বাড়িতে এখন মিস্ত্রি খাটছে) ;
৩. মানানসই হওয়া (ঘরের সঙ্গে আসবাবপত্র ঠিক খাটছে  না);
৪. নিয়োজিত বা বিনিযুক্ত হওয়া (ব্যবসায়ে আমার টাকা খাটছে);
৫. যথাযথ হওয়া  (তোমার সম্বন্ধে একথা খাটে না)।

☐বি. উক্ত সব অর্থে।

☐ বিণ.
১. খেটেছে এমন (খাটা  কথা, খাটা টাকা);
২. যার জন্য (মেথরকে) খাটতে হয় (খাটা পায়খানা)।

[বাং.  √খাট্ + আ]।

খাটানো ক্রি.
১. অপরকে দিয়ে খাটিয়ে নেওয়া;
২. পরিশ্রম করানো  (শরীরটাকে একটু খাটাও, মাথা খাটানো);
৩. কাজ করানো (মিস্ত্রি খাটিয়ে খাই);
৪.  বিনিয়োগ করা (টাকা খাটানো, বুদ্ধি খাটানো);
৫. স্হাপন করা (তাঁবু খাটানো);
৬.  লাগানো, পরানো (ছবিতে ফ্রেম খাটানো);
৭. টাঙানো (আলনা খাটানো, মশারি খাটানো)। 

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...