খন্দ
খন্দ১ [ khanda১. ] বি. গর্ত, খানা, নিচু জমি (খানাখন্দ, খালখন্দ)।
[ফা. খন্দ্ক]।
খন্দক বি. গর্ত।
খন্দ২ [ khanda২. ] বি. ফসল, শস্যাদি (রবিখন্দ)।
[সং. কন্দ]।
খন্দকার বি. ১. শস্য-উত্পাদক, চাষি; ২. মুসলমান পদবি খোন্দকার, খোন্দেকার প্রভৃতির রূপভেদ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...