খঞ্জন
খঞ্জন [ khañjana ] বি. চঞ্চল স্বভাবের লেজ-নাচানো ছোট পাখিবিশেষ।
[সং. √খন্জ্ + অন]।
খঞ্জনা, খঞ্জনিকা [ khañjanā, khañjanikā ] বি. (স্ত্রী.)
১. স্ত্রী-খঞ্জন, খঞ্জন পাখির স্ত্রী;
২. খঞ্জনের মতো পক্ষিণীবিশেষ, কাদাখোঁচা।
খঞ্জনগঞ্জন আঁখি বি. যে চোখ খঞ্জন পাখির (সুন্দর ও চঞ্চল) চোখকেও লজ্জা দেয় বা পরাজিত করে, অত্যন্ত সুন্দর ও চঞ্চল চোখ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...