ঊন

ঊন [ ūna ] বিণ.
১. কম, ন্যূন (বয়সে ঊন, আপ্যায়নে ঊন, ঊনবিংশতি);
২. হীন;
৩. দুর্বল, কমজোর।

[সং. ঊন্ + অ]।

ঊনকোটি–বিণ. প্রায় এক কোটি।

ঊনবিংশতি–বিণ. বি. উনিশ সংখ্যা বা তার পূরক।

ঊনবিংশতিতম–বিণ. উনিশ সংখ্যার পূরক।

ঊনআশি, ঊনচল্লিশ, ঊনত্রিশ, ঊননব্বই [ ūnāśi, ūnacalliśa, ūnatriśa, ūnanabbi ] যথাক্রমে উনআশি,  উনচল্লিশ, উনত্রিশ ও উননব্বই -এর বর্জি. বানান।

 

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...