ঈশ্বর
ঈশ্বর [ īśbara ] বি.
১. ভগবান;
২. জগতের স্রষ্টা;
৩. প্রভু, স্বামী (প্রাণেশ্বর);
৪. রাজা, অধিপতি (রাজ্যেশ্বর);
৫. শ্রেষ্ঠ বা প্রধান ব্যক্তি (যোগীশ্বর);
৬. মৃত ব্যক্তির বা পুণ্যতীর্থের নামের আগে মহিমাসূচক চিহ্ন -* (*ভূদেব মুখোপাধ্যায়, *বারাণসী)।
[সং. √ ঈশ্ + বর]।
স্ত্রী. ঈশ্বরী [ īśbarī ]।
বি. ঈশ্বরতা, ঈশ্বরত্ব।
ঈশ্বরদত্ত–বিণ. ভগবানের কাছ থেকে পাওয়া গেছে এমন, ঈশ্বরের কৃপায় প্রাপ্ত (ঈশ্বরদত্ত কণ্ঠ)।
ঈশ্বরদ্বেষী (-ষিন্)–বিণ. ঈশ্বরের বিরোধী; ঈশ্বরের ক্ষমতা বা মহিমা বা অস্তিত্ব অস্বীকার করে এমন; নাস্তিক।
ঈশ্বরনিষ্ঠ, ঈশ্বরপরায়ণ–বিণ. ঈশ্বরভক্ত, ধার্মিক।
বি. ঈশ্বরনিষ্ঠা, ঈশ্বরপরায়ণতা।
ঈশ্বরপ্রাপ্তি–বি. ঈশ্বরকে পাওয়া; মৃত্যু।
ঈশ্বরবিরোধী–ঈস্বরদ্বেষী-র অনুরূপ।
ঈশ্বরভক্ত, ঈশ্বরভক্তি–যথাক্রমে ঈশ্বরনিষ্ঠ ও ঈশ্বরনিষ্ঠা-র অনুরূপ।
ঈশ্বরাজ্ঞা, ঈশ্বরাদেশ–বি. ঈশ্বরের নির্দেশ।
ঈশ্বরাধীন–বিণ. ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল; দৈবাধীন।
ঈশ্বরীয়–বিণ. ঈশ্বরসম্বন্ধীয়, ঐশ্বরিক।