লুপ্ত

লুপ্ত [ lupta ] বিণ.
1 লোপপ্রাপ্ত, বিলীন (লুপ্ত গৌরব);
2 ধ্বংসপ্রাপ্ত;
3 বিনষ্ঠ;
4 সমাবৃত, আচ্ছন্ন;
5 অদৃশ্য।

[সং. √ লুপ্ + ত]।

লুপ্তপ্রায় বিণ. প্রায় লোপপ্রাপ্ত বা বিলীন বা বিনষ্ট।

লুপ্তি বি.
1 লোপ, লোপপ্রাপ্তি;
2 বিনাশ, ধ্বংস;
3 আচ্ছন্নতা (চৈতন্যলুপ্তি);
4 অদৃশ্য হওয়া।

লুপ্তোদ্ধার বি.
1 হারানো বা গুপ্ত বস্তুর বা বিষয়ের আবিষ্কার;
2 বিনষ্ট বস্তুর বা বিষয়ের ধ্বংসাবশেষ উদ্ধার।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...