রাশ

রাশ [ rāśa ] বি. ঘোড়ার বল্গা, লাগাম।

[আ.]।

রাশ আলগা করা ক্রি. বি. (আল.) শাসন না করা, যথেচ্ছ আচরণ করতে দেওয়া।

রাশ টানা ক্রি. বি.
১. লাগাম ধরে টানা;
২. (আল.) সংযত করা।

রাশ [ rāśa ] বি.
১. স্তুপ, গাদা (রাশ রাশ ময়লা);
২. জন্মরাশি (রাশনাম);
৩. প্রকৃতি (রাশভারী)।

[সং. রাশি]।

রাশনাম বি. জন্মরাশি অনুযায়ী নাম।

রাশপাতলা বিণ. ছ্যাবলা, চটুল স্বভাববিশিষ্ট।

রাশভারী বিণ. গম্ভীর।

রাশহালকা বিণ. লঘু স্বভাবের।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...