রসিক

রসিক [ rasika ] বিণ.
১. রসজ্ঞ, তাত্পর্য জানে বা বোঝে এমন, মর্মগ্রাহী (কাব্যরসিক);
২. আদিরসের বোধসম্পন্ন (রসিক নাগর);
৩. রঙ্গরসে পটু, আমুদে, রসপ্রিয় (রসিক লোক)।

[সং. রস + ইক]।

স্ত্রী. রসিকা।

রসিকতা বি.
১. হাস্যরসের অবতারণা;
২. আদিরসাত্মক আলাপের অবতারণা;
৩. হাস্যপরিহাস, রঙ্গরস।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...