থানা
থানা [ thānā ] বি.
১. অবস্হানস্হল; আস্তানা, ঘাঁটি (সৈন্যের থানা);
২. ছাউনি, সৈন্যসমাবেশ (ওখানে এক দল সেপাই থানা দিয়েছে);
৩. প্রহরা (থানা দেওয়া);
৪. পুলিশের দপ্তর বা এলাকা, কোতোয়ালি (থানায় নালিশ করবে)।
[হি. থানা < সং. স্হান]।
থানাপুলিশ করা ক্রি. বি. (চুরি ইত্যাদির ব্যাপারে) পুলিশের সাহায্য পাবার জন্য বারংবার থানায় যাওয়া।
থানাদার বি. পুলিশথানার ভারপ্রাপ্ত কর্মচারী, বড় দারোগা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...