তৈত্তিরীয়
তৈত্তিরীয় [ taittirīẏa ] বিণ.
১. যজুর্বেদের তিত্তিরিঋষির উচ্চারিত কৃষ্ণযজুর্বেদের শাখাসম্বন্ধীয় (তৈত্তিরীয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় উপনিষদ);
২. ওই শাখাধ্যায়ী।
☐ বি. যজুর্বেদের শাখাবিশেষ।
[সং. তিত্তিরি + ঈয়]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে
থেকে:
Loading books...