তুলা

তুলা1 [ tulā1 ] বি.
1 কার্পাস;
2 কার্পাস শিমূল প্রভৃতি ফলের আঁশ।

[সং. তূল]।

তুলা2, তোলা [ tulā2, tōlā ] ক্রি.
1 উত্তোলন করা, উঠানো, উঁচু করা (মাটি থেকে তোলা);
2 উন্নীত করা (জাতে তোলা);
3 শুনানো (কথাটা তার কানে তুলতে হবে);
4 উত্থাপন করা (প্রসঙ্গ তোলা);
5 খুঁটে সংগ্রহ করা (শাক তোলা);
6 উত্পাটন করা (দাঁত তোলা);
7সংগ্রহ করা (চাঁদা তোলা);
8 অপসারিত করা (দাগ তোলা);
9 নির্মাণ করা (ঘর তোলা, দালান তোলা);
1 তীব্রতর করা (তান তোলা, সুর তোলা, গলা তোলা);
11 সৃষ্টি করা (আওয়াজ তোলা);
12 সূচিকর্মের সাহায্যে অঙ্কিত করা (রুমালে ফুল তোলা);
13 উচ্ছেদ করা (বাড়ি থেকে ভাড়াটে তোলা);
14 গাড়িতে চাপানো (তাকে গাড়িতে তুলে দিয়ে এলাম);
15 বমি করা (ছেলেটা দুধ তুলছে);
16 খাটানো (নৌকার পাল তোলা);
17 সম্পর্কের উল্লেখ করে গাল দেওয়া (বাপ তোলা);
18 ত্যাগ করা, নিঃসৃত করা (হাই তোলা);
19 চয়ন করা (ফুল তোলা);
2০ গুছিয়ে রাখা (বই তোলা, বিছানা তোলা)।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[সং. √ তুল্ + বাং. আ]।

তুলানো ক্রি. অন্যের দ্বারা তোলার কাজ করানো।

☐ বি. বিণ. উক্ত অর্থে।

তুলে দেওয়া ক্রি. বি.
1 ঘুম থেকে জাগিয়ে দেওয়া;
2 কোনো স্হান থেকে সরিয়ে দেওয়া;
3 উঠিয়ে দেওয়া।

তুলে ধরা ক্রি. বি.
1 উত্তোলিত করা (বাক্সটা একটু তুলে ধরো);
2 প্রকাশ বা প্রচার করা (বক্তব্য তুলে ধরা)।

তুলে নেওয়া ক্রি. বি. প্রত্যাহার করা (বন্ধ্ তুলে নেওয়া হয়েছে)।

তুলা3 [ tulā3 ] বি. (কাব্যে) তুলনা, উপমা (‘কে বলে শারদশশী সে মুখের তুলা’: ভা. চ.)।

[সং. √ তুল্ + অ + আ]।

তুলা4 [ tulā4 ] বি.
1 দাঁড়িপাল্লা, নিক্তি;
2 (জ্যোতিষ.) সপ্তম রাণিক;
3 শতপল পরিমাণ, সোনারুপার পরিমাণবিশেষ।

[সং. √ তুল্ + অ + আ]।

তুলাদণ্ড, তুলাযন্ত্র বি. ওজন মাপার যন্ত্র, দাঁড়িপাল্লা, নিক্তি।

তুলাদান বি. দাতার দেহের ওজনের সমপরিমাণ সোনারুপা দান, তুলট।

তুলাধারী (-রিন্) বি. ওজনকারী, ব্যবসায়ী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...