তুলনা

তুলনা [ tulanā ] বি.
১. উপমা, সাদৃশ্য (তুলনা নেই);
২. সদৃশ ব্যক্তি বা বিষয় (‘তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে’: রা. গু.);
৩. সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)।
[সং. √ তুল্ + অন + আ]।

তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য।

তুল্য বিণ.
১. তুলনার যোগ্য, তুলনীয়;
২. সদৃশ, অনুরূপ, সমান।

[সং. তুলা + য]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post