তুরীয়

তুরীয়, তুর্য [ turīẏa, turya ] বিণ.
১. চতুর্থ;
২. চরমোত্কর্ষপ্রাপ্ত;
৩. মায়ার অতীত (তুরীয় অবস্হা)।

☐ বি. (বেদান্ত দর্শ.) মায়ার অধীন বিরাট, হিরণ্যগর্ভ, ঈশ্বর-এই তিনের পরবর্তী চতুর্থ তত্ত্ব যা
মায়ার অতীত অর্থাত্ পরব্রহ্মসহ অভেদ সম্পর্কযুক্ত আত্মা।

[সং. চতুর্ (চার) + ঈয় (নি.)]।

তুরীয় বর্ণ বি. শূদ্র।

তুরীয়ানন্দ বি.
১. তুরীয়াবস্হার আনন্দ;
২. (কৌতু.) আত্মহারা অবস্হা (‘আমি তুরীয়ানন্দে ছুটে চলি: নজরুল)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...