তীর্থ

তীর্থ [ tīrṇa ] বি.
1 পুণ্যস্হান (মিলনতীর্ণ);
2 দেবতা বা মহাপুরুষদের লীলাক্ষেত্র বা বাসভূমি;
3 পাপমোচনের স্হান (বারাণসীতীর্ণ);
4ঋষিসেবিত পবিত্র জলযুক্ত নদী ইত্যাদি (পুষ্কর তীর্থ);
5 নদ্যাদিতে অবতরণের বা স্নানের ঘাট;
6 গুরু বা শিক্ষক (সতীর্থ);
7 উপাধিবিশেষ (ব্যাকরণতীর্থ)।

[সং. √ তৃ + থ]।

তীর্থ করা ক্রি. বি. পূণ্য অর্জনের জন্য তীর্থ দর্শন ও তীর্থকৃত্য করা।

তীর্থের কাক তীর্থযাত্রীরা কথন যজ্ঞস্হানে নৈবেদ্য ছড়াবে সেই আশায় কাক যেমন অপেক্ষা করে তেমনি পরানুগ্রহপ্রত্যাশী লোভী ব্যক্তি।

তীর্থযাত্রা বি. পাপক্ষয়ের জন্য তীর্থে যাওয়া।

তীর্থযাত্রী (ত্রিন্) বিণ. বি. তীর্থে গমনকারী।

তীর্থসলিল বি. তীর্থস্হানের পবিত্র জল।

তীর্থোদক বি. তীর্থের পবিত্র জল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...