তীব্র

তীব্র [ tībra ] বিণ.
1 প্রখর, কড়া (তীব্র আলো, তীব্র রোদ);
2 জোরালো, বলিষ্ঠ (তীব্র প্রতিবাদ);
3 দুঃসহ (তীব্র দুঃখ, তীব্র জ্বালা);
4 উগ্র, কর্কশ (তীব্র ভাষা);
5 উচ্চ (তীব্র স্বরে কথা বলা);
6 মারাত্মক, সাংঘাতিক (তীব্র বিষ);
7 কঠিন (তীব্র লড়াই, তীব্র প্রতিযোগিতা);
8 ক্রুদ্ধ, তীক্ষ্ণ (তীব্র দৃষ্টি)।

[সং. √ তীব্ + র]।

বি. তীব্রতা

তীব্রমধ্যম বি. সংগীতের কড়িমধ্যম স্বর।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post