তাস

তাস [ tāsa ] বি.
1 খেলার জন্য চিত্রিত মোটা কাগজের খণ্ডবিশেষ;
2 সুতোর তাসা। [হি. তাশ < আ. তাস্]।

তাস পেটা ক্রি. বি. তাস নিয়ে খেলা (সারাদিন কেবল তাসই পিটছে)।

তাসের ঘর, তাসের বাড়ি বি.
1 সহজেই ভেঙে পড়তে পারে এমন বাড়ি;
2 (আল.) অত্যন্ত বিপজ্জনক বা অনিশ্চিত বা ক্ষণস্হায়ী অবস্হা।

তাসানো ক্রি.
1 গোছার ভিতরের তাস নেড়েচেড়ে তাদের স্হান অদলবদল করা;
2 ভেস্তে দেওয়া, ব্যর্থ করা (তুমিই তো ব্যাপারটাকে তাসিয়ে দিলে)।

☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post