তালুক

তালুক [ tāluka ] বি.
১. ভূসম্পত্তি (জমিদারের খাসতালুক);
২. গভর্নমেণ্ট বা জমিদারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূসম্পত্তি;
৩. জমিদারির অংশ।

[আ. তাআল্লুক]।

তালুকদার বি.
১. তালুকের মালিক, জমিদার;
২. পদবিবিশেষ।

তালুকদারি বি. তালুকদারের বৃত্তি বা ভূসম্পত্তি।

☐ বিণ. তালুক বা তালুকদারসম্বন্ধীয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post