তাপ

তাপ [ tāpa ] বি.
1 উষ্ণতা (‘প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে’: রবীন্দ্র);
2 জ্বর (গায়ের তাপ কমছে না);
3 ক্রোধ, রাগ;
4 দুঃখ, পীড়া (‘পাপে তাপে জীর্ণ’ এ প্রাণ’: রবীন্দ্র)।

[সং. √ তপ্ + অ]।

তাপক বিণ.
1 তাপদায়ক;
2 দুঃখদায়ক।

তাপত্রয় বিণ. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই ত্রিবিধ দুঃখ; ত্রিতাপ।

তাপপ্রবাহ বিণ.
1 উষ্ণতার স্রোত;
2 প্রখর তাপ।

তাপমান বি. উষ্ণতাপরিমাপক যন্ত্র, থার্মোমিটার।

তাপহর বিণ. তাপনাশক; দুঃখনাশক।

স্ত্রী. তাপহরা

তাপহরণ বিণ. দুঃখহর, দুঃখ যে হরণ করে।

☐ বি. উত্তাপ বা দুঃখ দূরীকরণ।

তাপহারী (-রিন্) বিণ. ত্রিতাপ দূরকারী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post