তাই

তাই1 [ tāi1 ] বি. করতালি, হাততালি (‘তাই তাই তাই, মামার বাড়ি যাই’: ছড়া)।

[সং. তালি]।

তাই3 [ tāi3 ] অব্য. সেইজন্য, সুতরাং (জানে না, তাই বানিয়ে বলছে)। [সং. তদ্]।

তাই তো অব্য.
1 সেইজন্যই তো (মূর্খ যে, তাই তো এমন বলে);
2 নিশ্চয়তা, বিস্ময়, হতবুদ্ধিভাব ইত্যাদিসূচক (তাই তো, এখন কী হবে?)।

তাইতে ক্রি-বিণ. অব্য.
1 সেইজন্য, তাই (অসুখ করেছিল, তাইতে আসতে পারিনি);
2 এর জবাবে, প্রত্যুত্তরে (তাকে ডেকেছিলাম, তাইতে একথা বলল)।

তাই নাকি অব্য. বিস্ময়, সন্দেহ বা পরিহাসসূচক (তাই নাকি? তুমিও ভূত দেখেছ?)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...