তরল

তরল [ tarala ] বিণ.
১. পাতলা, জলের মতো দ্রব. গলিত (তরল পদার্থ);
২. বিগলিত, আর্দ্র (দয়ায় মন তরল হওয়া);
৩. চঞ্চল, অস্হির (তরলমতি);
৪. কম্পমান।

[সং. √ তৃ + অল]।

বিণ. স্ত্রী. তরলা।

তরলতা, তরলত্ব, তারল্য বি. তরলভাব, তরলের অবস্হা।

তরললোচনা বি. চঞ্চলনয়না নারী।

তরলিত বিণ. বিগলিত; কম্পিত (‘তরলিতরত্নহারা’: ব. চ.)।

তরলীকৃত বিণ. তরল করা হয়েছে এমন, গলানো।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...