তপ্ত

তপ্ত [ tapta ] বিণ.
১. তাপযুক্ত, গরম (তপ্ত বালুকা);
২. রুষ্ট, উত্তেজিত (তপ্তকণ্ঠে বলল);
৩. ক্রোধে আরক্ত (তপ্ত আঁখি);
৪. আগুনে শোধিত, পোড়-দেওয়া (তপ্তকাঞ্চন)।

[সং. √ তপ্ + ত]।

তপ্তকাঞ্চনবর্ণ বিণ. পোড়-দেওয়া সোনার মতো রংবিশিষ্ট।

☐ বি. পোড়-দেওয়া সোনার মতো রং, উজ্জ্বল গৌরবর্ণ।

তপ্তকাঞ্চনসন্নিভ বিণ. আগুনে শোধিত বা আগুনে পোড়-দেওয়া সোনার মতো।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...