জ্বালা

জ্বালা [ jbālā ] বি.
১. আগুনের ঝলকা;
২. অগ্নিশিখা (বহ্নিজ্বালা);
৩. দাহ, যন্ত্রণা (পেটের জ্বালা, কেন এত জ্বালা দিচ্ছ?)।

[সং. √ জ্বল্ + আ]।

জ্বালা [ jbālā ] ক্রি.
১. প্রজ্বলিত করা (আগুন জ্বালা);
২. আগুন ধরানো, অগ্নিসংযোগ করা (উনুন জ্বালা, চিতা জ্বালা)।

☐ বি. বিণ. উক্ত দুই অর্থে।

[সং. √ জ্বল্ + বাং. আ]।

জ্বালাতন [ jbālātana ] দ্র জালাতন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...