স্বরূপতা

স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।

স্বরূপত

স্বরূপত (-তস্), (বর্জি.) স্বরূপতঃ অব্য. বাস্তবিকপক্ষে।

স্বরূপ

স্বরূপ [ sbarūpa ] বি. 1 প্রকৃতি, স্বাভাবিক অবস্হা; 2 প্রকৃত রূপ (ক্রুদ্ধ হলেই স্বরূপ দেখা দেয়); নিজের রূপ; 3 তুল্য বা সদৃশ রূপ (মৃত্যুস্বরূপ, লক্ষ্মীস্বরূপ); 4 তুলনা (দৃষ্টান্তস্বরূপ)। [সং. স্ব + রূপ]। স্বরূপত (-তস্), (বর্জি.) স্বরূপতঃ অব্য. বাস্তবিকপক্ষে। স্বরূপতা, স্বরূপত্ব বি. স্বীয় রূপের ভাব; স্বরূপের ভাব; অনন্যতা।

স্বরাগম

স্বরাগম বি. দুই ব্যঞ্জন ধ্বনির মধ্যে স্বরধ্বনির আগম-যথা বর্ণ > বরন।

স্বরসন্ধি

স্বরসন্ধি বি. স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির বা স্বরান্ত পদের সঙ্গে স্বরাদি পদের সংযোগ।

স্বরসংগতি

স্বরসংগতি বি. 1 (ধ্বনিতত্ত্বে) পাশাপাশি অবস্হিত দুটি অসম স্বরধ্বনির কাছাকাছি চলে আসা (যেমন বিলাতি > বিলেতি, বিলিতি); 2 সংগীতে ঐকতান।

স্বরলিপি

স্বরলিপি বি. (সংগীতে) সুর তাল প্রভৃতির সাংকেতিক বর্ণনা-সংবলিত লিপি।

স্বরভঙ্গ

স্বরভঙ্গ বি. 1 কণ্ঠস্বরের বিকৃতিরূপ রোগ; 2 সাত্ত্বিক ভাববিশেষ।