স্বল্পতা

স্বল্পতা বি. স্বল্প। স্বল্প [ sbalpa ] বিণ. সামান্য একটু, অতি অল্প (স্বল্প আয়োজন, স্বল্প ব্যয়)। [সং. সু + অল্প]।

স্বল্প

স্বল্প [ sbalpa ] বিণ. সামান্য একটু, অতি অল্প (স্বল্প আয়োজন, স্বল্প ব্যয়)। [সং. সু + অল্প]। বি. স্বল্পতা। স্বল্পায়ু (-য়ুস্) বিণ. অল্পকাল বাঁচে এমন। স্বল্পাহার বিণ. অল্প খায় এমন। ☐ বি. সামান্য আহার। স্বল্পাহারী (-রিন্) বিণ. অতি অল্প খায় এমন (স্বল্পাহারী লোক)।

স্বর্বেশ্যা

স্বর্বধূ, স্বর্বেশ্যা [ sbarbadhū, sbarbēśyā ] বি. অপ্সরা। [সং. স্বঃ + বধূ, বেশ্যা]।

স্বর্বধূ

স্বর্বধূ, স্বর্বেশ্যা [ sbarbadhū, sbarbēśyā ] বি. অপ্সরা। [সং. স্বঃ + বধূ, বেশ্যা]।

স্বস্রীয়

স্বস্রীয়, স্বস্রেয় বি. ভাগিনেয়। ☐ বিণ. ভগিনীসম্বন্ধীয়।

স্বসা

স্বসা [ sbasā ] (-সৃ) বি. ভগিনী। [সং. সু + √ অস্ + ঋ]। স্বস্রীয়, স্বস্রেয় বি. ভাগিনেয়। ☐ বিণ. ভগিনীসম্বন্ধীয়। স্বস্রীয়া, স্বস্রেয়ী বি. (স্ত্রী.) ভাগিনেয়ী।

স্বর্ণপ্রতিমা

স্বর্ণপ্রতিমা বি. স্বর্ণনির্মিত প্রতিমা; (আল.) অতি সুন্দর মূর্তি।