স্বস্তিক
স্বস্তিক [ sbastika ] বি. 1 মাঙ্গলিক বজ্রচিহ্নবিশেষ; 2 পিটুলিনির্মিত মাঙ্গল্য দ্রব্যবিশেষ, শ্রী; 2 যোগের আসনবিশেষ; 3 সামনে বারন্দাযুক্ত বা চাঁদনিযুক্ত প্রাসাদ; 4 চতুষ্পথ, চৌরাস্তা; 5 চারটি চতুষ্পথযুক্ত নগরবিশেষ। [সং. স্বস্তি + ক]। স্বস্তিকা বি. মঙ্গলের প্রতীক প্রায় ক্রুশাকার চিহ্নবিশেষ। স্বস্তিকাসন বি. যোগসাধনের আসনবিশেষ।
সুখের চেয়ে স্বস্তি ভালো
সুখের চেয়ে স্বস্তি ভালো – উদ্বেগপূর্ণ সচ্ছল অবস্হা অপেক্ষা নির্ঝঞ্ঝাট দরিদ্রজীবন ভালো।
স্বস্তি
স্বস্তি [ sbasti ] অব্য. বি. 1 মঙ্গল হোক বা পাপা দূর হোক; এই আশীর্বাদ; আশীর্বচনযুক্ত মন্ত্র (স্বাস্তিপাঠ); 2 শুভ, মঙ্গল; সন্তোষ। ☐ বি. নির্ঝঞ্ঝাট অবস্হা, উদ্বেগহীনতা, আরাম (সুখের চেয়ে স্বস্তি ভালো, স্বস্তির নিশ্বাস, স্বস্তিতে ঘুমানো)। [সং. সু + √ অস্ + তি]। স্বস্তিবচন বি. মঙ্গলকর্মারম্ভে মঙ্গলকথন বা স্বস্তি-শব্দের উচ্চারণ। স্বস্তিমুখ বি. (স্বস্তিবচন পাঠ করে বলে) ব্রাহ্মণ। সুখের চেয়ে স্বস্তি ভালো – উদ্বেগপূর্ণ সচ্ছল অবস্হা অপেক্ষা নির্ঝঞ্ঝাট দরিদ্রজীবন ভালো।