শৈল

শৈল [ śaila ] বি. পর্বত।

☐ বিণ. 1 শিলাসম্বন্ধীয়; 2 শিলাজাত; 3 পর্বতসম্বন্ধীয়।

[সং. শিলা + অ]।

শৈলজ বিণ. পর্বতজাত, পর্বতীয়।

শৈলজা বিণ. (স্ত্রী.) পর্বতে জাতা।

☐ বি. পার্বতী, উমা, গৌরী।

শৈলজা-পতি বি. শিব।

শৈলজায়া বি. হিমালয়-পত্নী মেনকা।

শৈলময় বিণ. পর্বতময়।

শৈলরাজ, শৈলেন্দ্র, শৈলেশ বি. হিমালয়।

শৈলসুতা বি. (স্ত্রী.) পার্বতী, উমা, গৌরী।

শৈলেয় বিণ. পর্বতজাত, পার্বত্য।

☐ বি. 1 সিংহ; 2 ভ্রমর; 3 শিলাজতু; 4 সৈন্ধব-লবণ, rock-salt.

শৈলেয়ী বি. দুর্গা, পার্বতী।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...