শেষ

শেষ [ śēṣa ] বি.
1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ);
2 বলরাম;
3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই);
4 সীমা (পথের শেষ);
5 ধ্বংস, বিনাশ;
6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে);
7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই);
8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)।

☐ বিণ.
1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা);
2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল);
3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা);
4 অবশিষ্ট (শেষ কাজটুকু);
5 চরম (শেষ সতর্কবাণী);
6 যার পরে আর নেই (শেষ কথা);
7 সর্বনিম্ন (শেষ স্হান)।

[সং. √ শিষ্ + অ]।

শেষ করা ক্রি. বি.
1 সমাপ্ত করা;
2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)।

শেষকালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত।

শেষকৃত্য বি. মৃতের অন্ত্যেষ্টি।

শেষতম বিণ. সর্বশেষ, শেষের।

[সং. শেষ + ওতমচ্]।

শেষযাত্রা বি. মৃতদেহ নিয়ে সমাধিস্হানের দিকে যাত্রা।

শেষরাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ।

শেষশয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু।

শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)।

শেষান্ন বি. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট।

শেষাশেষি ক্রি-বিণ. প্রায় শেষ হয়ে আসছে এমন সময়ে, শেষের দিকে।

শেষোক্ত বিণ. সবার শেষে বা পরে উক্ত বা উল্লিখিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...